মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আর্থিক অবস্থার মতো পুঁজিবাজারও প্রাণবন্ত হবে

শামসুদ্দিন আহমেদ

আর্থিক অবস্থার মতো পুঁজিবাজারও প্রাণবন্ত হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারের অংশীজন এবং ব্রোকাররা বাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বাজার-সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব সহকারে মূল্যায়ন করে। পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে বাজার সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএসইসির লক্ষ্য। দেশের আর্থিক অবস্থা যে রকম উন্নতি হয়েছে পুঁজিবাজারও প্রাণবন্ত হবে। বিএসইসির সঙ্গে পুঁজিবাজারের অংশীজন ও শীর্ষ ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়সমূহের ওপর আলোচনা হয়। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরে করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি উত্তরণে বাজার-সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আমলে নিয়ে কাজ করবে বিএসইসি। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক অবস্থান যেমন উন্নতি হচ্ছে, দেশের পুঁজিবাজারও দ্রুতই প্রাণবন্ত ও বলিষ্ঠ রূপে ফিরবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই বিনিয়োগকারীদের স্বার্থ ও পুঁজির সুরক্ষা নিশ্চিত করে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ত্বরান্বিত করবে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। বিএসইসির নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহে স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান। এ ছাড়াও ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ব্যাংকসমূহের হেড অব ট্রেজারিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠানের বিষয়ে মতামত দেওয়া হয়। উপস্থিত ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিরা বাজারকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে নিজেদের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতার কথা জানান।

সর্বশেষ খবর