মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দুর্বল কোম্পানি বাজারে আনা বন্ধ করতে হবে

শাকিল রিজভী

দুর্বল কোম্পানি বাজারে আনা বন্ধ করতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও পরিচালক শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজার অস্থিতিশীলতা দীর্ঘদিনের। দুর্বল কোম্পানি শেয়ারবাজারে এ অস্থিরতার পেছনে দায়ী। বাজার স্থিতিশীল রাখতে হলে দুর্বল কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তি বন্ধ করতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে শাকিল রিজভী বলেন, কয়েকটি বড় মূলধনী কোম্পানির শেয়ার যদি বাজারে তালিকাভুক্ত করা যায় তাহলে বাজার এমনিতেই ঠিক হয়ে যাবে। স্থিতিশীল হয়ে উঠবে। দেশের আর্থিক খাতে যে সংকট চলছে তার প্রভাব রয়েছে শেয়ারবাজারে। মিথ্যা তথ্য, বাড়তি অ্যাকাউন্ট দিয়ে বাজারে যেসব কোম্পানি তালিকাভুক্তি হয় তাদের বাজার থেকে তালিকাচ্যুত করা উচিত। এসব কোম্পানির কারণে বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে দূরে সরে গেছে। তিনি আরও বলেন, বর্তমান সংকটের পেছনে আতঙ্ক রয়েছে। ব্যাংকিং সমস্যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছে। নানা গুজবের প্রভাব শেয়ারবাজারে পড়েছে। আমার পরামর্শ হলো আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে।

সর্বশেষ খবর