মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ইউটিউব দেখে এটিএম বুথ ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায় ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গিয়েও ব্যর্থ হয়েছেন আরিফুল ইসলাম। তবে পিঠব্যাগে চাপাতি, ছোট শাবল, হাতুড়ি নিয়ে শাহজাদপুর প্রগতি সরণির মাইশা চৌধুরী টাওয়ারে মধুমতি ব্যাংকের এটিএম বুথে ঢুকেছিলেন তিনি। বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করেন। তারপর ১০-১২ বার বুথ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে পালিয়ে যান। শেষ পর্যন্ত হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন তিনি। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান গত রবিবার রাজধানী কালাচাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মাহফুজুর রহমান রুমেল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করেছিলেন। ঘটনার রহস্য উদঘাটনের জন্য সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি ডিবি গুলশান জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরার ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল ও পরিহিত পোশাক এবং গোয়েন্দা সূত্রেপ্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল নিজের দোষ স্বীকার করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, ইউটিউব দেখে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেন। মিরপুরের একটি বিপণিবিতান থেকে চাপাতি, শাবল, হাতুড়ি কিনেন। এরপর গুলশান এলাকায় নিরিবিলি ধরনের এটিএম বুথ খুঁজতে থাকেন। গত ১০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলশানের শাহজাদপুরে বেসরকারি মধুমতি ব্যাংকের বুথে ডাকাতির সিদ্ধান্ত নেন। ঘটনার দিন জলপাই রঙের একটি টি-শার্ট পরে একটি ব্যাগে করে চাপাতি, শাবল নিয়ে প্রথমে বুথের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে হত্যা করেন। পরে ১০ থেকে ১২ বার বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর পোশাক পরিবর্তন করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। ডিবি প্রধান আরও জানান, এর আগে আরিফুল ইট, বালু, পাথরের ব্যবসা করতে গিয়ে ১৪-১৫ লাখ টাকা লোকসান করেন। এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। পরে কিডনি বিক্রি করে সেই টাকা পরিশোধের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ইউটিউবে ব্যাংকের বুথে ডাকাতির একটি দৃশ্য দেখে তিনি এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেন।

সর্বশেষ খবর