মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

পাল্টাপাল্টি সমাবেশ ডেকে এক দিন পরই তা স্থগিত ঘোষণা করেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। ২৬ এপ্রিল শুক্রবার নিজ নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছিল দল দুটি। চলমান তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে বিএনপি এবং পুলিশের কাছে সমাবেশের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করেছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। গত রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঘোষণা দেয় ২৬ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ করবে বলে জানায় তারা। একই দিনে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন শীর্ষক সমাবেশ করবে বলে জানায় ক্ষমতাসীনরা। গতকাল বিকালে বিএনপির সমাবেশ স্থগিতের ঘোষণা আসার পর সন্ধ্যায় সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান জানান, দলের চেয়ারপারসনসহ গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, কিন্তু দাবদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, পুলিশের অনুমতি না থাকায় সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। শান্তি সমাবেশের পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর