মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সাংবাদিকের ওপর হামলা গ্রেফতার সাত নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। এতে তার চোখে এবং পায়ের লিগামেন্টে আঘাত লেগেছে। রবিবার রাতে নগরীর মনসুরাবাদ ডিবি অফিসের পাশে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ডবলমুরিং থানায় মামলা হলে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভিকটিম সেলিম উল্লাহ বলেন, স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করছিলাম। এ সময় সাদ্দাম হোসেন ও তার অনুসারীরা হামলা চালায়। মারতে মারতে একটি খালি জায়গায় নিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। সন্ত্রাসীরা আমার ভিডিও ধারণ করা মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, রাতেই ঘটনায় সম্পৃক্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা সাদ্দাম হোসেন পলাতক। সবাইকেই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর