শিরোনাম
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া ১২৭ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদের পদায়ন করা হবে। পদোন্নতিপ্রাপ্তদের ইমেলে যোগদান করতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই ১৮ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য উদ্যোগ নেয় সরকার। তবে শেষ পর্যন্ত তা করা যায়নি। নতুন মন্ত্রিসভা গঠনের পর সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) কার্যক্রম আবার শুরু করে পদোন্নতি পাবে এমন কর্মকর্তাদের সংখ্যা চূড়ান্ত করে। পরে এ সার সংক্ষেপ পাঠায় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের নিয়মিত ১৮ ব্যাচকে বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া আগের বঞ্চিত কর্মকর্তাদের অনেকেই পদোন্নতি পেয়েছেন। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশির ভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই রাখা হতে পারে অর্থাৎ ইনসিটু করা হতে পারে। সূত্র মতে, প্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের দ্বিগুণ কর্মরত রয়েছে। পদোন্নতি পাওয়াদের সংখ্যা মিলে এ পদে এখন মোট ৪১৫ কর্মকর্তা। বর্তমানে পদোন্নতি দেওয়া কর্মকর্তাদের ২০২০ সালের জুনে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল। পদোন্নতির পর অতিরিক্ত সচিব হতে গেলে তিন বছর সময় লাগে, সে হিসেবে তারা অনেক আগেই যোগ্যতা অর্জন করেছিলেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে ১১৪ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। সে হিসেবে প্রায় ১ বছরের মাথায় এসে আবার পদোন্নতি দেওয়া হলো।

 

 

সর্বশেষ খবর