বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চুয়েটের দুই ছাত্র বাসচাপায় নিহত বিক্ষোভ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুয়েটের দুই ছাত্র বাসচাপায় নিহত বিক্ষোভ অবরোধ

চট্টগ্রামের কাপ্তাই সড়কে গতকাল টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে গতকাল দ্বিতীয় দিনেও উত্তাল ছিল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সকাল থেকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ভাঙচুর হয়েছে শাহ আমানত পরিবহনের চারটি বাস। এতে কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চুয়েট কর্তৃপক্ষ, ছাত্রপ্রতিনিধি, বাস মালিক সমিতি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৈঠকে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়াসহ দ্রুত পলাতক বাসচালককে গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়। বৈঠকে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের চাপা দেওয়া ‘শাহ আমানত পরিবহন’-এর ওই বাসের ফিটনেস ছিল না। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চুয়েটের শিক্ষার্থীরা নয় দফা দাবি জানিয়েছে। তার মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট, তারা যদি ইউজিসিতে আবেদন করে আমরা সেখানে তাদের দাবির প্রতি সমর্থন জানাব। বাকি তিনটি দাবির মধ্যে চালককে গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপার শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সম্প্রসারণের দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি খুব শিগগিরই এ সড়ক সম্প্রসারণ করবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা দেওয়ার কথা বলেছেন। এ ছাড়া আহত শিক্ষার্থীরা পাবেন ৩ লাখ টাকা। আমরা কালকের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্রসহ ফরমপূরণ করে পাঠিয়ে দেব। দু-এক দিনের মধ্যে সে টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি। তিনি আর জানান, বাস মালিক সমিতিও নিহত দুজনকে ৪ লাখ টাকা এবং আহত শিক্ষার্থীকে ১ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি বলেন, চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ী বাসের ফিটনেস ছিল না। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ বাসের ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে। এর আগে সোমবার রাতেই চুয়েট ক্যাম্পাস ও আশপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে একটি বাসে আগুন দেয়। গতকাল সকাল থেকে দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে চুয়েটের শিক্ষার্থীরা।

 

সর্বশেষ খবর