বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রাক চালিয়ে বেনাপোলে, তারকা ভারতের নারী

বেনাপোল ও কলকাতা প্রতিনিধি

ট্রাক চালিয়ে বেনাপোলে, তারকা ভারতের নারী

তামিলনাড়ু থেকে সুতা বোঝাই ট্রাক চালিয়ে প্রায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর পৌঁছে ‘তারকা’ হয়েছেন ভারতীয় নারী ট্রাকচালক আন্নাপুরানি রাজকুমার। কারণ ট্রাকচালকের পেশায় নারী বলতে ৪০ বছর বয়সী আন্নাপুরানি হলেন প্রথম চালক যিনি টানা ১০ দিন গাড়ি চালিয়ে গত ২০ এপ্রিল রাতে পেট্রাপোল সীমান্তে এলেন। বিশাখাপত্তনমের স্পেশাল ইকোনমিক জোন থেকে যাত্রা শুরু করে জাতীয় সড়ক দিয়ে এগোনোর সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। যার অন্যতম সমস্যা : এ পথে নারীদের জন্য কোনো বিশ্রামাগার নেই।

তবুও আন্নাপুরানি ভাগ্যবতী যে, আসার পথে জাতীয় সড়কের কাছে যে হোটেলগুলোতে তিনি থাকতেন, সেখানেই তার ট্রাক পার্কিং করা হয়েছিল। কারণ রাস্তার কাছের ধাবায় যেসব ঘর ছিল তা মূলত পুরুষদের জন্য। বাংলাদেশে ঢুকলে আন্নাপুরানিকে গুরুত্ব দিয়ে ২২ এপ্রিল ভোর বেলার মধ্যেই সব পণ্য আনলোড করা হয়। তাই তিনি দুপুর সাড়ে ১২টা নাগাদ ট্রাক নিয়ে পেট্রাপোলে ফিরে আসেন। রাতেই তিনি তামিলনাড়ুর উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেন।

 

 

সর্বশেষ খবর