বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হজে ভোগান্তি হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

বিশৃঙ্খলার আশঙ্কা এজেন্সি মালিকদের

নিজস্ব প্রতিবেদক

এবারের ২০২৪ সালের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন অপারেটিং হজ এজেন্সির মালিকরা। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে দ্রুত সব প্রতিবন্ধকতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এজেন্সির মালিকরা বিশৃঙ্খলার কথা বললেও ভিন্ন একটি অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রত্যাশা করেছেন আগামী দিনে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট ব্যবস্থাপনা। যেসব হজ এজেন্সি সময়মতো হজযাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ধর্মমন্ত্রী। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সির মালিকরা হজ নিয়ে আশঙ্কার কথা জানান। আল কুতুব হজ ট্রাভেলসের মালিক হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুব উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এবং মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তার অবহেলা ও দায়িত্বহীনতায় হজ ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়েছে। এতে এবারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তারা।

এজেন্সির মালিকরা বলছেন, এখনো বাংলাদেশের সব হজ যাত্রীর মিনার জোন চূড়ান্ত হয়নি। পূর্ণাঙ্গ ও ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা হয়নি। হজ অফিস থেকে মুনাজ্জিমদের ভিসা দেয়নি তারা। অনেক এজেন্সির সৌদি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, হজে যাওয়ার আগে টিকা নেওয়ার কথা বলা হলেও কোনো হাসপাতালে টিকা পৌঁছায়নি, সৌদি ই-হজ সিস্টেমে ভিসার অপশন এখনো ওপেন হয়নি।

কুতুব উদ্দিন বলেন, অধিকাংশ এজেন্সি এখন পর্যন্ত হজের আনুষঙ্গিক কাজকর্ম সম্পাদন করতে পারেনি, এ কারণে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

এ সময় কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেন এজেন্সির মালিকরা। সেগুলো হলো- দ্রুত সব হাজির মিনার জোন নির্ধারণ করে ই হজ সিস্টেম আপডেট করা। ফাইনাল ফ্লাইট শিডিউল ঘোষণা ও সব এজেন্সির হজযাত্রী অনুপাতে টিকিট নিশ্চিত করা। মোয়াজ্জেমদের জন্য বারকোড ভিসার বিষয়টি নিশ্চিত করা। যাদের সৌদি অ্যাকাউন্টে এখনো রিয়াল জমা হয়নি তাদের অ্যাকাউন্টে দ্রুত রিয়াল জমার ব্যবস্থা করা। তারা বলেন, বর্তমানে সৌদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেড় মাস সময় লাগে। যদি কারও অ্যাকাউন্টে ১ পয়সাও কম থাকে তাহলে তার হজে যাওয়া সম্ভব হবে না। এ ছাড়াও ভিসা ইস্যু কার্যক্রম অন্যান্য বছরের মতো সর্বশেষ ফ্লাইটের এক সপ্তাহ পূর্ব পর্যন্ত চালু রাখার দাবি জানান তারা। এদিকে গতকাল সকালে ভিন্ন এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্য-প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে। আগামী দিনে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

 

সর্বশেষ খবর