শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুদহার আর যেন না বাড়ে

--- মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক

সুদহার আর যেন না বাড়ে

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, সুদহার আর যেন না বাড়ে। এখন যেটা আছে এটাই যেন থাকে। যদি বাড়ে তাহলে কিন্তু শিল্প টিকে থাকবে না। বিনিয়োগ না বেড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতিতে সুদহার যেটা হওয়ার হয়ে গেছে। আর যেন না বাড়ে। তাহলে কিন্তু শিল্প থাকবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেটা বাড়ানো হয়েছে, সেটা ঠিক আছে। বিনিয়োগ হবে না। মারাত্মক ক্ষতি হবে বিনিয়োগে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার বৃদ্ধি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুদের হার বৃদ্ধি করা হলে ব্যবসা খরচ বেড়ে যাবে এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা চাহিদামতো মানসম্পন্ন গ্যাস ও বিদ্যুৎ না পেলে শিল্পকারখানা চালানো কঠিন হয়ে যাবে। দাম যাই হোক আমাদের চাই মানসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। যদি না পাই তাহলে ব্যবসায়ীদের খুবই সমস্যা হবে। আমরা প্রতিযোগিতায় টিকতে পারব না। উৎপাদন ব্যাহত হবে, লোকসান দিয়ে কারখানা বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর