শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মুদ্রাবাজার প্রতিযোগিতামূলক হলে সুদের হার কমবে

--- ড. এম কে মুজেরী

নিজস্ব প্রতিবেদক

মুদ্রাবাজার প্রতিযোগিতামূলক হলে সুদের হার কমবে

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কামাল মুজেরী বলেন, ‘আমাদের দেশের ব্যাংকগুলোর মুদ্রাবাজার প্রতিযোগিতামূলক নয়। এর মধ্যে অনেক দুর্বলতা রয়ে গেছে। ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যার ফলে সুদের হার দ্রুত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মুদ্রাবাজার প্রতিযোগিতামূলক করে তুলতে হবে, যাতে সুদের হার সঠিকভাবে নির্ধারিত হয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ব্যাংকগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না উল্লেখ করে ড. মুজেরী বলেন, ‘আমাদের নীতির মধ্যে দুর্বলতা আছে, ব্যাংকগুলোর সুস্বাস্থ্য নেই। সুদের হার বাড়ার বড় কারণ হলো বর্তমানে ব্যাংকগুলোয় তারল্য সংকট আছে। যার ফলে ব্যাংকগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। সুদের হার বেড়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকগুলো যদি সঠিকভাবে আমানত আদায় করতে পারে, মুদ্রাবাজার প্রতিযোগিতামূলক হয় তাহলে সুদের হারও স্বাভাবিক থাকবে। কাজেই মুদ্রাবাজার যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। একই সঙ্গে স্টক মার্কেট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সুদের হার নিয়ন্ত্রণে থাকবে।’

ড. এম কে মুজেরী বলেন, ‘ঋণের সুদহার কত হবে তা নির্ভর করে বাজারের ওপর। এটা সব দেশেই হয়। বাজারনির্ভর অর্থনীতিতে যে কোনো জিনিসের দাম চাহিদা-সরবরাহের ওপর নির্ভর করে। আর তাতেই বাজারের মূল্য নির্ধারিত হয়। এখানেও চাহিদা-সরবরাহের ওপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হয়েছে। এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সুদের হার কমাতে হলে চাহিদা-সরবরাহ ঠিক রাখতে হবে। এজন্য ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর দিকে নজর দিতে হবে। খেলাপি ঋণ কমাতে পারলে ব্যাংকের পরিচালনা ব্যয় কমে যাবে। ফলে তারা ঋণের সুদহার কমাতে পারবে। ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে সুদের হার কমাতে পারলে সে উদ্বেগ দূর করা যাবে।’

সর্বশেষ খবর