শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর হতে হবে

--- আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর হতে হবে

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, অর্থনীতিতে মূল্যস্ফীতি ঝুঁকি তৈরি করছে। মূল্যস্ফীতির লক্ষ্য পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। বৈশ্বিক মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে কমে না। সরকারের এখন উচিত কঠোরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আগামী এক বছর  এই চাপ কমাতে পারলে ব্যাংক ঋণের হার কমে আসবে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠানের মধ্যে আমদানি সীমাবদ্ধ থাকার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্য ঠিক করলেও অর্জন সম্ভব হয় না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে হবে। ১৭ থেকে ১৮ বিলিয়ন ডলারের নিচে যেন না নামে সেজন্য পদক্ষেপ রাখতে হবে। এখন দেশের অর্থনীতিতে একটি বড় সংকট মুহূর্ত চলছে। এটা মেনে নিতে হবে। আগামী এক বছরের মধ্যে অর্থনীতির গতিশীলতা বাড়বে। তখন হয়তো ব্যাংকিং ঋণ হার কমে আসবে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট সমাধানের ক্ষেত্রে সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণের ওপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে ইতিবাচক কাজ করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে। ম্যাক্রো অর্থনীতির সংকটে বিনিয়োগ কঠিন হচ্ছে। ম্যাক্রো অর্থনীতির উন্নতি করতে পারলে বিনিয়োগ সহজ হবে। সেজন্য মূল্যস্ফীতি কমানো জরুরি। এখনই সেটা কমানো যাবে না। আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।

সর্বশেষ খবর