শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্মার্ট সুদহার নীতি মন্দের ভালো

--- ড. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট সুদহার নীতি মন্দের ভালো

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সুদের হার তো প্রতিদিন ওঠানামা করে না, এটা প্রতি মাসে হয়। আগে যে সিস্টেমটা ছিল, সুদের হার ৯ দশমিক বেঁধে দেওয়া হয়েছিল একবারে একটা ফিক্সট সুদ হার। সেটার তুলনায় আমি এটাকে মন্দের ভালো বলব। বাজারের অবস্থার ওপর ভিত্তি করে সুদের হার ওঠানামা করে এবং এভাবেই আর্থিক বাজারগুলো চলে। সুদের হার যদি নির্দেশের মাধ্যমে একেবারে স্থির করে দেওয়া হয় তাহলে আর্থিক খাতের যে ভূমিকা সেটা ঠিক থাকে না।

তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে এটাকে ঠেকানোর একটা অস্ত্র হলো সুদের হার বৃদ্ধি। সুদের হার স্থির থাকলে মূল্যস্ফীতি ঠেকানো সম্ভব হবে না। মূল্যস্ফীতি বাড়ার অনেক মাস পর্যন্ত সুদের হার ওই পর্যায়ে রেখে দিয়েছি। যার কারণেই প্রকৃত সুদের হার কমে গেছে। এটা মূল্যস্ফীতিকে আরও উসকে দিয়েছিল। সেদিক থেকেও আমাদের একটা ফ্লেক্সিবল সুদের হারের প্রয়োজন ছিল। এখন সুদের হার সর্বোচ্চ ১৩ দশমিক ৫ আছে। এর ওপরে ওঠার সুযোগ নেই। তারপরও এর মধ্য থেকে প্রতি মাসে ওঠানামার একটা পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সঙ্গে নিজেরাই সুদের হার নির্ধারণ করার একটা সুযোগ পাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এটা একটা সায়মিক পদ্ধতি হতে পারে। তবে এর সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, আর্থিক খাতের সুশাসন- এসব বিষয়েও কঠোর নির্দেশনা ও সিদ্ধান্ত নিতে হবে।

সর্বশেষ খবর