শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুদহার কমানোর অনুরোধ করব

--- এস এম মান্নান কচি

নিজস্ব প্রতিবেদক

সুদহার কমানোর অনুরোধ করব

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান (কচি) বলেছেন, সুদহার বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরে আমাদের উৎপাদন খরচ বেড়েছে ৫০ শতাংশ। আমরা চাইলেও সুদহার কমবে না। তবুও আমরা সরকারের কাছে অনুরোধ করব সুদহার কমানোর। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, সুদহার বেড়েছে, খরচ বেড়েছে, শ্রমিকদের মজুরি বেড়েছে কিন্তু পোশাকের দাম কমছে। শুধু কমছেই না, দাম কমার এই প্রবণতা নিম্নমুখী রয়েছে। সরকারের কাছে অনুরোধ আমাদের যে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটা যেন ২০২৬ সালের আগে প্রত্যাহার না করা হয়। আমাদের মূল চ্যালেঞ্জ এখন ক্রেতাদের কাছ থেকে ন্যায্যমূল্য আদায় করা। নতুন মজুরি বাস্তবায়নের পাশাপাশি আমদানি-রপ্তানতিতে আমাদের নানানরকম হয়রানির শিকার হতে হচ্ছে। বন্দর, কাস্টমসসহ সর্ব ক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাই। এস এম মান্নান কচি বলেন, আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি আগামী অর্থবছরের বাজেটে উৎসে-কর যেন ১ শতাংশ থেকে কমিয়ে আগের মতো দশমিক ৫০ শতাংশ করে দেয়। রপ্তানি, উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পেতে সরকারের বিশেষ নজর দিতে হবে। সুদহার কমাতে বললেও কমাবে না, তারপরও আমরা সুদহার কমাতে সংশ্লিষ্টদের কাছে আবেদন করব।

সর্বশেষ খবর