শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
জব্বারের বলীখেলা

সেয়ানে সেয়ানে লড়াইয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেয়ানে সেয়ানে লড়াইয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৫তম আসর ছিল ‘গুরুর মর্যাদার’ লড়াই। এ আসরের চ্যালেঞ্জ রাউন্ডে গত আসরের দুই ফাইনালিস্ট শাহ জালাল ও তারেকুল ইসলাম জীবন ‘ম্যাচ’ ছেড়ে দিয়ে আশীর্বাদ করেন দুই শিষ্য বাঘা শরীফ ও মোহাম্মদ রাসেলকে। গুরুর আশীর্বাদ পেয়ে দুই বলী হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। চ্যালেঞ্জিং রাউন্ড, সেমিফাইনালে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ওঠেন ফাইনালে। উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ‘অল কুমিল্লা’ ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই হলেও একপর্যায়ে সিনিয়র বাঘাকে স্বেচ্ছায় ম্যাচ ছেড়ে দেন রাসেল। এতে জব্বারের বলীখেলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন কুমিল্লার বাঘা শরীফ।

‘অল কুমিল্লা’ ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও মোহাম্মদ রাসেল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দুই বলীর চলে সেয়ানে সেয়ানে লড়াই। ১২ মিনিটের এ ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনায় ভরপুর। কৌশল-পাল্টা কৌশলে চলতে থাকে কসরত। সেয়ানে সেয়ানে চলতে থাকা লড়াইয়ে এলাকার ‘সিনিয়র ভাই’ বাঘা শরীফকে ম্যাচ ছেড়ে দেন রাসেল। এ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন বাঘা। এর আগে বাঘা শরীফ ও কুমিল্লার আরেক বলী রাশেদের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুই মিনিটের মধ্যেই রাশেদকে হারিয়ে ফাইনালে ওঠেন বাঘা শরীফ।

সর্বশেষ খবর