শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নয়জনের ময়নাতদন্ত সম্পন্ন সাতজনের লাশ হস্তান্তর

সাজেকে ট্রাক দুর্ঘটনা

খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙামাটির সাজেক-উদয়পুর সীমান্তে ট্রাক দুর্ঘটনায় নিহত নয়জনের লাশের গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপেল বাপ্পি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়জনের মধ্যে সাতজনের লাশ পুলিশের উপস্থিতিতে পরিবার-পরিজনদের কাছে হস্তান্তর করা হয়। অপর দুটি লাশ জেলা আধুনিক সদর হাসপাতালের ফ্রিজে রক্ষিত রয়েছে। এ দুজনকে তাদের আত্মীয়স¦জন শনাক্ত করলেই হস্তান্তর করা হবে। এদিকে এ ঘটনায় আহত ছয়জনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এরা হলেন- আহির উদ্দিন ও তার ছেলে সামিউল। তাদের বাড়ি গাজীপুর জেলায়। বাকি চারজন খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত নয়জনের পরিচয় মিলেছে। এরা হলেন- ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জের মোহন (১৮), তোফাজ্জল হোসেন বাবু (২০), নয়ন (২৯), এরশাদুল (৩০), জিরোধর পুরের মো. শাহ আলম (২৮), গৌরীপুরের তপু হাসান (২৮), গাজীপুরের সাগর (২২), অলিউল্লাহ (৩৫) এবং কক্সবাজরের রামুর জসীম উদ্দিন (২৭)। গত বুধবার শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গাজীপুর থেকে সীমান্ত সড়কের উদয়পুর যাচ্ছিলেন। পথিমধ্যে ৯০ ডিগ্রি এলাকায় তাদের নিয়ে যাওয়া ড্রাম ট্রাকটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চারজন মারা যান।

সর্বশেষ খবর