শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মানববন্ধনে এমপি সমর্থকদের হামলা আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি

মানববন্ধনে এমপি সমর্থকদের হামলা আহত ১৫

টাঙ্গাইলের সখীপুরে এমপির সমর্থকদের হামলা -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা। তাদের হামলায় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও জেলা অ্যাডভোকেট বারে মানববন্ধন করা হয়েছে। আহত এ কে এম আতিকুর রহমান আতোয়ার জানান, সখীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের ছবি সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল সখীপুরের নলুয়া বাজারে মানববন্ধন করার প্রস্তুতি নেওয়া হয়। মানববন্ধন শুরুর সময়ে বর্তমান এমপির সমর্থক ৭০-৮০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা আশপাশে অন্তত ৫-৭টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর