শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
রণধীর জয়সোয়াল

বাংলাদেশ-চীন যৌথ মহড়ায় ভারত নজর রাখছে

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়ার ওপর ভারত নজর রাখছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান। চীনের পিপলস ডেইলি বৃহস্পতিবার জানায়, মে মাসে চীন ও বাংলাদেশ সামরিক বাহিনী যৌথ মহড়া করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই সংবাদ হয়।

ভারতের মুখপাত্র বলেন, আমাদের প্রতিবেশী দেশে যা ঘটে তার ওপর আমরা নজর রাখি। বিশেষ করে ভারতের নিরাপত্তায় প্রভাব পড়ে এমন বিষয়ে সতর্ক থাকি। উপযুক্ত সময়ে আমরা উচিত পদক্ষেপ নেব। চীনের রিপোর্টে বলা হয়, যৌথ সামরিক অভ্যাসের আগে চীন ফৌজের একটি দল ঢাকা যাবে। জাতিসংঘের শান্তি বাহিনী এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপ বিষয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। সম্প্রতি লন্ডনে ভারতের হাইকমিশনের সামনে বিএনপি জামায়াত ভারতবিরোধী বিক্ষোভ দেখায়। এ বিষয়ে মুখপাত্র বলেন, আমরা এ বিষয়ে গণমাধ্যমের রিপোর্ট দেখেছি। এর বেশি জানা নেই। এ বিষয়ে বিস্তারিত খবর পেলে মন্তব্য করব।

সর্বশেষ খবর