শিরোনাম
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নগর ব্যবস্থাপনার ব্যর্থতায় তাপমাত্রা বাড়ছে

সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

নগর ব্যবস্থাপনার ব্যর্থতায় তাপমাত্রা বাড়ছে

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তাপমাত্রা বাড়ার জন্য দায়ী হলো সরকারের নগর ব্যবস্থাপনার ব্যর্থতা এবং অপরিণামদর্শী আগ্রাসি উন্নয়ন কার্যক্রম। এ ছাড়া তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ হলো কনক্রিটের আচ্ছাদন, পিচঢালা পথ ও জলবায়ুর পরিবর্তন। এর বাইরে গ্লাসের তৈরি বিল্ডিংয়ের ডিজাইনগুলো তাপমাত্রাকে শোষণ করে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তখন তাপমাত্রা বেড়ে যায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাগুলো বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আলোচনায় বসতে হবে। কীভাবে এ তাপমাত্রা কমানো যায় তা নিয়ে সবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। সে মোতাবেক কাজ করতে হবে। এ ছাড়া জলাধার কিংবা নিম্নাঞ্চল ভরাট করা বন্ধ করতে হবে। মানুষকে ছাদবাগানে উদ্বুদ্ধ করতে হবে। খালি জায়গায় গাছ লাগাতে হবে। ভবন নির্মাণে পরিবর্তন আনতে হবে। ভবনের ডিজাইনে পরিবর্তন আনতে হবে। ঢাকাকে আরও পরিকল্পিত সবুজ করতে হবে। ছায়া দেয় এমন গাছ লাগাতে হবে। রোড ডিভাইডারে তাপ শোষণকারী গাছ লাগাতে হবে।

সর্বশেষ খবর