শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তাপমাত্রা নিয়ন্ত্রণে কুলিং সিস্টেম ঠিক করতে হবে

আলমগীর কবির

নিজস্ব প্রতিবেদক

তাপমাত্রা নিয়ন্ত্রণে কুলিং সিস্টেম ঠিক করতে হবে

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের কুলিং সিস্টেম ঠিক করতে হবে। প্রয়োজন অনুযায়ী যতগুলো গাছ, ফাঁকা জায়গা, খেলার মাঠ ও জলাশয় থাকা দরকার তা যদি নিশ্চিত করা যায় তাহলেই কেবল এ দাবদাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আলমগীর কবির বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০-৪০ শতাংশ গাছপালা থাকার কথা। কিন্তু সেখানে আছে মাত্র ১৪ শতাংশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ১০ শতাংশ। হিসাব অনুযায়ী, ঢাকা শহরের প্রতি ১২ হাজার মানুষের জন্য ২ একর খেলার মাঠ ও ১ একর পার্ক থাকা প্রয়োজন। অথচ ৩৭ জন মানুষের জন্য ১ একর খেলার মাঠ ও পার্ক রয়েছে। ঢাকা শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪৭টি খাল ছিল। সেই খালগুলো এখন অস্তিত্ব সংকটে। সেই খালগুলোতে পানি থাকলে তাপ শুষে নিতে পারত। ঢাকা শহরের খাল, পুকুর ও জলাশয়গুলো নির্বিচারে দখল হয়ে যাচ্ছে। সেগুলো ভরাট করে নির্মাণ করা হচ্ছে সুউচ্চ ভবন। তিনি বলেন, ধানমন্ডির রাস্তায় ৩০-৪০ বছর পুরাতন গাছ কেটে ফুলের গাছ লাগানো হয়েছে। বড় গাছগুলো থাকলে অক্সিজেন ও ঠান্ডা বাতাস দিত, পাশাপাশি তাপও শোষণ করে নিত। এ ছাড়াও ঢাকা শহরের ফুটপাতগুলো কনক্রিট দিয়ে ছেয়ে গেছে। তাহলে সেখানে গাছ থাকবে কীভাবে। এজন্য দেশের অন্যান্য স্থানের তুলনায় ঢাকায় তাপমাত্রা একটু বেশি অনুভূত হচ্ছে। ঢাকা পরিণত হয়েছে এক উত্তপ্ত নগরীতে। ঢাকার তাপ কমাতে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে জানতে চাইলে আলমগীর কবির বলেন, ঢাকা শহরের মাঠ, খোলা জায়গা, জলাশয়গুলো গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করে ঢাকাকে গ্রিন সিটিতে রূপান্তরিত করতে পারলে ঢাকার তাপ অনেকাংশে কমে যাবে।

সর্বশেষ খবর