শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমন্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ৮৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী পকেট এলাকার অপির উদ্দিনের ছেলে। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাঙ্গী ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে এক যুবক নিহত হয়েছেন। থানা পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশের সুরতহাল করেছে। এ ব্যাপারে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।’ এ নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানার ঝালাঙ্গী পকেট পাড়ায় চোরাচালানের জন্য যায় একদল বাংলাদেশি। এ সময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবুল কালাম গুরুতর আহত হন। তাকে সহযোগীরা চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যান। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীরামপুরের ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। লাশ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর