শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চুয়েট ৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গতকাল সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামী ৯ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ১২ মে থেকে যথারীতি চালু হবে। শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার শর্তে চুয়েটের হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার চুয়েট প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের ৯ দফা দাবি পূরণের আশ্বাস দেয় চুয়েট প্রশাসন। বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বাসচালককে গ্রেফতারের দাবি পূরণ হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তহবিল গঠন করবে, যেখানে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করবেন। এ ছাড়া চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্ত করার কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে বলে আশ্বাস পেয়েছেন তারা। এসব দাবি পূরণ কিংবা আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়েট উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। ৯ মে পর্যন্ত চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ১২ মে থেকে যথারীতি চালু হবে।

সর্বশেষ খবর