সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকায় আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। গতকাল সকালে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। পরে ২২ এপ্রিল, ২৫ এপ্রিল ও গতকাল ২৮ এপ্রিল হিট অ্যালার্টের মেয়াদ তিন দিন করে বাড়ানো হয়।

গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অর্ধেকের বেশি এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ১ মে পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান      থাকতে পারে।

সর্বশেষ খবর