সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়ায় ১৩২ জন বাংলাদেশি গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

মালয়েশিয়ায় ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ২০৬ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে জোহর বারু অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ১৩২ জনই বাংলাদেশি। সূত্র : মালয়েশিয়ান দ্য স্টার। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, গত শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়র একটি নির্মাণস্থলে এক অভিযান চালানো হয়। এ সময় বিদেশিদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, অভিযানে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়েছিল। এ সংখ্যার মধ্যে ২০৬ জন বিদেশিকে তাদের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। তাদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন। গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে। এ ছাড়া আরেক অভিযানে শপলট এলাকা থেকে বাংলাদেশের ৩২ জন পুরুষ ও একজন নারী, ইন্দোনেশিয়ার দুজন পুরুষ ও দুজন নারী, মিয়ানমারের তিনজন পুরুষ ও একজন নারী এবং নেপালের একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর