সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

এক দিনের ব্যবধানে সোনার দাম কমেছে দেশের বাজারে। এবার ভরিপ্রতি দাম কমেছে ২১০ থেকে ৩১৫ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে গতকাল থেকেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। দাম কমেছে ৩১৫ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ৩০৪ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ২৫৬ টাকা কমে দাম হয়েছে ৯২ হাজার ১৪৬ টাকা। সনাতন পদ্ধতিতে ভরিতে ২১০ টাকা কমে দাম হয়েছে ৭৬ হাজার ৬৩২ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

সর্বশেষ খবর