শিরোনাম
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চোরের দেওয়া তথ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

পেশাদার চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন- রাজীব হোসেন রানা, শাহীন আবুল হাসান সুজন, পারভেজ নুর ও মানিক চন্দ্র দাস। গতকাল বিকালে ডিএমপি মিডিয়া  সেন্টার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, গত ১২ এপ্রিল চকবাজারের পূর্ব ইসলামবাগের একটি বাসায় চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর মামুনসহ তার দলের সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজীব হোসেন রানাকে একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। রানাকে জিজ্ঞাসাবাদে আরও অস্ত্রের তথ্য বেরিয়ে আসে। পুলিশ চকবাজার ও সোয়ারীঘাট মাছবাজারে পৃথক অভিযান চালিয়ে শাহীন ও আবুল হোসেন সুজনকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করে। সুজনের দেওয়া তথ্যে পুলিশ কেরানীগঞ্জের নির্মাণাধীন বাড়ির সপ্তম তলার ছাদ  থেকে দুই রাউন্ড কার্তুজসহ একটি দেশি পিস্তল উদ্ধার করে। শাহীনের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজারের পান্নিটোলার পারভেজ নুরকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ২২  বোরের রিভলবার, একটি বক্সে থাকা ৭.৬৬ বোরের ২০ রাউন্ড গুলি ও অস্ত্র বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যে সর্বশেষ অভিযান চালানো হয় আলীরঘাট বেড়িবাঁধের নৌকাঘাটে। পুলিশ সেখান থেকে ২২ বোরের একটি পিস্তল ও ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলিসহ মানিক চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত এই পাঁচজনের কাছ থেকে চারটি বিদেশিসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে আলাদা আলাদা মামলা হয়েছে।  গ্রেফতারকৃত রানার বিরুদ্ধে ১০টি, সুজনের বিরুদ্ধে ১টি, মানিকের বিরুদ্ধে ৪টি ও পারভেজ নুরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর