মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পথচারীদের জন্য মোড়ে মোড়ে স্যালাইন-পানি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে প্রবহমান দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এ গরমে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষ পার করছে অসহনীয় দুর্ভোগ। তাদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সুপেয় পানির ট্যাংক। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল শাপলা চত্বর, পল্টন, টিএসসি, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ফার্মগেট, বিজয়নগর কারওয়ান বাজার, মগবাজার, গুলশান, গ্রিন রোড, মিরপুর, মোহাম্মদপুর, বসুন্ধরা আবাসিক এলাকাসহ আরও বেশ কিছু এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এসব এলাকায় সড়কের পাশে গাছের নিচে কিংবা ছায়াযুক্ত স্থানে স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। ক্লান্ত পথচারীরা সেখান থেকে পানি পান করছেন। রাজধানীর গুলশানের রিকশাচালক আবদুল হাকিম বলেন, ‘রিকশা চালাইলে এমনে এমনে শরীর ঘামে। কয়দিন ধইরা যেই গরম পড়ছে হেই গরমে শরীর দুর্বল অইয়া যায়। এইহানে কারা যেন পানির ব্যবস্থা কইরা দিছে। পানি খাইয়া একটু জিরাইলে শরীরে শক্তি পাই। তখন আবার রিকশা চালাইবার পারি। যে পানির ব্যবস্থা করছে আল্লাহ যেন তার ভালা করেন।’ খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা ওয়াসাসহ নানা সরকারি, সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ট্যাংকের মাধ্যমে এ পানি বিতরণ করা হয়। গত বুধবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ১ হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংকে করে পথচারীদের সুপেয় পানি দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। বিজয়নগরের মো. সাহিদুর রহমান বলেন, ‘বিজয়নগর পানির ট্যাংক এলাকায় চারটি ড্রামে করে পথচারীদের পানি পান করানো হচ্ছে। পানির সঙ্গে লেবু, চিনি ও স্যালাইন মিশ্রণ করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে। প্রতিদিন এ ড্রামগুলো থেকে পথচারীদের প্রায় ১ হাজার লিটার পানি পান করানো হয়।’ মগবাজার রেলগেট এলাকায় নিজ দোকান রশিদ অটো পার্টসের সামনে স্যালাইনের ব্যবস্থা করেছেন আবদুর রশিদ। তিনি বলেন, ‘আমার গ্যারেজে ৮-১০ জন কর্মচারী কাজ করে। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। বেশি সময় পানি না খেয়ে কাজ করা যায় না। তখন চিন্তা করলাম এ গরমে পথচারীদের অবস্থাও দুর্বিষহ। আর ফেসবুকে দেখেছি অনেকেই রাস্তায় সুপেয় পানির ব্যবস্থা করছে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে দোকানের সামনে স্যালাইনের ব্যবস্থা করি। পাঁচ দিন ধরে পথচারীরা এখান থেকে বিনামূল্যে স্যালাইন পান করছেন।’ রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসার সামনে পথচারীদের জন্য পানির ব্যবস্থা করেন হাফিজুল ইসলাম। তিনি বলেন, ‘তীব্র দাবদাহে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা বাসায় থেকেই গরমে অতিষ্ঠ। তাহলে খেটে খাওয়া মানুষের কী অবস্থা? এ ভাবনা থেকেই মূলত পানির ব্যবস্থা করেছি। পথচারীরা এখান থেকে পানি পান করতে পারবেন। পাশাপাশি এখানে বসে বিশ্রামও নিতে পারবেন।’

 

সর্বশেষ খবর