মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে সুরমা পরিচ্ছন্নতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

স্বেচ্ছাশ্রমে সুরমা পরিচ্ছন্নতা

সিলেট নগরীর বুক চিরে বয়ে গেছে স্রোতস্বিনী সুরমা। ঐতিহাসিক কিনব্রিজ যুক্ত করেছে সুরমার দুই পার। এ ব্রিজের উত্তর প্রান্তে সিলেটের স্মারক স্থাপনা আলী আমজাদের ঘড়ি ও চাঁদনীঘাটের সিঁড়ি। প্রতিদিন শত শত পর্যটক সুরমার সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে ভিড় জমান। তবে তারা নদী ও তীরে ফেলা ময়লা-আবর্জনা দেখে হতাশ হন। এ অবস্থায় গতকাল এ আবর্জনা অপসারণে স্বেচ্ছাশ্রমে সুরমায় নামেন একদল শিক্ষার্থী ও পরিবেশ সংগঠন ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সংগঠকরা। স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে অভিযানে অংশ নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও।

সকালে সুরমার উত্তর পারে চাঁদনীঘাট থেকে ময়লা-আবর্জনা অপসারণ শুরু হয়। মেয়র নিজেও সবার সঙ্গে আবর্জনা পরিষ্কার করেন। এর আগে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, ‘গ্রিন ও ক্লিন সিলেট গঠন করতে হলে নাগরিক সচেতনতা প্রয়োজন। পরিবেশ ভালো না থাকলে আমরা ভালো থাকব না। পরিবেশ সুরক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে।’ স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠন ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সভাপতি কাসমির রেজা বলেন, ‘পরিবেশ রক্ষা ও সচেতনতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এরই মধ্যে ২০টি ক্লাব গঠন করা হয়েছে। এসব শিক্ষার্থী স্কুল থেকে ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন করবে।’ এ সময় আরও বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই, সাস্টিয়ান ক্লাবের সভাপতি মকদ্দুস আলী, অধ্যাপক দিদার চৌধুরী, অধ্যাপক শাহীন আক্তার পরিবেশকর্মী নারজেল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর