মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সংবাদ সম্মেলন লাইভ

তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় সংবাদ সম্মেলন লাইভ করায় তিন সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার মামলা করা হয়েছে। আল মামুন নামে এক ব্যক্তির পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তার চাচাতো ভাই লিটন হাওলাদার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।

মামলার আসামিরা হলেন- সংবাদ সম্মেলনকারী ভুক্তভোগী আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম ওরফে কাজী রাকিব, দৈনিক কালবেলার পাথরঘাটা প্রতিনিধি আল আমিন ফোরকান, মোহনা টিভির পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা ও অলি উল্লাহ নামে এক যুবক। পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এক ভুক্তভোগী প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন আর তা প্রকাশ করায় যদি সাংবাদিকরা মামলার শিকার হন তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, ৪ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি হয়। মামলা তদন্তের জন্য আদালত পাথরঘাটা থানায় প্রেরণ করেছেন।

 

 

সর্বশেষ খবর