মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাস-রোগীবাহী মাইক্রো সংঘর্ষ নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রোগীবাহী মাইক্রোর সঙ্গে শ?্যামলী পরিবহ?নের একটি বা?সের মুখোমুখি সংঘর্ষে গতকাল এ হতাহত হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাস। নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা পুরাতন বাড়ির মফিজুর রহমানের ছেলে আবু আহমেদ, পশ্চিম ইলশা গ্রামের মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, ডোংরা গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন, কুফিয়া ডোংরার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত সবাই মাক্রোবাসের যাত্রী। আহতদের মধ্যে বাসযাত্রীও রয়েছেন।

জানা যায়, বাঁশখালীর বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন চোখের সমস্যা নিয়ে আট দিন আগে কক্সবাজার শহরের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে সোমবার তিনটি মাইক্রোবাসে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। এর মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয়। মাইক্রোবাসটির ১৪ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে মারা যান দুজন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও তিনজনের। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর