বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা
শেয়ারবাজারে উত্থান

লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে সবকটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ২০৪টি প্রতিষ্ঠানের। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে শীর্ষে ছিল সোনালি আঁশের শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ৫৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৪টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯২ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৯ কোটি ৫৫ লাখ টাকা।

 

সর্বশেষ খবর