শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

ব্যাংক খাত নিয়ে এক ধরনের পাতানো খেলা

-- মইনুল ইসলাম

ব্যাংক খাত নিয়ে এক ধরনের পাতানো খেলা

অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেছেন, ব্যাংক মার্জার নিয়ে মন্তব্য করার সময় আসেনি। দেশের ব্যাংক খাতের মৌলিক সমস্যা খেলাপি ঋণ। এ ব্যাপারে শক্ত পদক্ষেপ না নিয়ে ব্যাংক মার্জার বা একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এটি পরিপূর্ণভাবে ভুল নীতি। বর্তমান দুর্দশার জন্য যারা দায়ী, তাদের কঠোরভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল করে প্রতিটি ব্যাংকের শীর্ষ ১০ ঋণখেলাপির বিচার করতে হবে। তাদের কঠোর শাস্তি দিতে পারলে খেলাপিদের মধ্যে বা ব্যাংকিং দুর্দশার জন্য দায়ীদের মধ্যে ভীতি ছড়াবে। ব্যাংকে সুশাসন জরুরি। সুশাসন ফিরিয়ে আনতে না পারলে কোনো মার্জার উপকারে আসবে না। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আসলে দেশে ব্যাংক ঋণ নিয়ে একটি পাতানো খেলা চলছে। সমস্যার প্রকৃত রূপটি সরকার, ব্যাংকার এবং ঋণখেলাপি সবারই জানা আছে। সমস্যা সমাধানের উপায় সম্পর্কেও এই তিন পক্ষের স্পষ্ট ধারণা আছে। কিন্তু জেনেশুনেই সরকার সমাধানের পদক্ষেপগুলো গ্রহণ করছে না। ফলে এখনো দেশের ব্যাংকিং খাতের প্রধান সমস্যা রাঘববোয়াল ঋণখেলাপিদের কাছে আটকে থাকা বিপুল খেলাপি ঋণ। তিনি আরও বলেন, ঋণখেলাপিদের প্রায় সবাই ইচ্ছাকৃত ঋণখেলাপি। মানে তাদের সিদ্ধান্ত- তারা ঋণ ফেরত দেবেন না। কারণ তাদের রাজনৈতিক প্রতিপত্তি এবং আর্থিক প্রতাপ দিয়ে তারা শুধু ব্যাংকিং খাত নয়, দেশের সবকিছু দখল করেছেন। দেশের শীর্ষ ঋণখেলাপিরা রাজনৈতিক ক্ষমতার প্রথম সারিতে। ব্যাংক মার্জার, খেলাপি ঋণ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে তারাই এখন সিদ্ধান্ত নিচ্ছে।

সর্বশেষ খবর