শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

একীভূত হলে মূলধন সম্পদ ও আয় বাড়বে

--- আনিস এ খান

একীভূত হলে মূলধন সম্পদ ও আয় বাড়বে

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেছেন, একীভূত করার মাধ্যমে ব্যাংকের ব্যালান্স শিট বড় হবে, মূলধন, সম্পদ ও আয় বাড়বে। মন্দ ঋণ প্রভিশন করার ক্ষমতাও বাড়বে। এগুলোই হচ্ছে একীভূত করার লাভ। একই সঙ্গে ব্যাংক খরচ কমবে। তিনজন সিইও, তিনজন সিএফওকে বেতন না দিয়ে একজনকে দিয়েই সব হয়ে যাবে। পরবর্তীতে এসব ব্যাংক ভালো করবে। তখন আঞ্চলিকভাবে আমাদের একটি অবস্থান তৈরি হবে। বিদেশি সংস্থা থেকে আমরা এলসি কনফারমেশন লাইনস কম দামে পাব। ভালো ভালো ঋণ পাব। খরচ একদম কমে যাবে। বাংলাদেশ প্রতিদিনকে আনিস এ খান বলেন, সরকার দুটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিয়েছে। ডিজিটাল ব্যাংক যেহেতু চলে এসেছে, তাই এতগুলো ব্যাংকের দরকার নেই। এ ছাড়া হিসাব-নিকাশ করলে আমাদের ব্যাংকগুলো কোথাও আসে না। কারণ মূলধন কম, সম্পদ ভিত্তি কম। এতে আয়ও কম। সামান্যতেই ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। খারাপ হলে তখন বিদেশি ব্যাংকগুলো কনফারমেশন লাইনস, এলসি ডিসকাউন্টিং লাইনস, এগুলো দেবে না অথবা কমিয়ে দেবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) আপনাকে ঋণ দেবে না। তিনি আরও বলেন, খারাপ দিক হলো- অনেক লোক চাকরি হারাবে। অনেক শাখা বন্ধ হবে, বাড়িয়ালারা ভাড়া থেকে বঞ্চিত হবে। অনেক ধরনের সরবরাহকারী বঞ্চিত হবে। বিশ্ব এখন পরিবর্তন হচ্ছে। ব্যাংকে না গিয়ে ডিজিটাল ব্যাংকিং করবেন সবাই। এটি ভালো উদ্যোগ। বাংলাদেশে ৬১টি ব্যাংক মানে অনেক বেশি ব্যাংক। এসব ব্যাংকের শীর্ষ পদের জন্য যোগ্য কর্মকর্তা খুঁজে পাওয়া কঠিন। ফলে যেটা হচ্ছে, প্রচলিত ধারার ব্যাংকগুলোও ইসলামী ধারার ব্যাংকগুলোর মতো প্রায় একই ধরনের পণ্য ও সেবা প্রদান করছে।

সর্বশেষ খবর