শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

সংস্কৃতি কর্মীদের অন্যরকম প্রতিবাদ

সাংস্কৃতিক প্রতিবেদক

সংস্কৃতি কর্মীদের অন্যরকম প্রতিবাদ

লালনের গানের একটি চরণ ফেসবুকে পোস্ট করে গ্রেফতার হয়েছেন সঞ্জয় রক্ষিত। এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদে ঝড় তোলার পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল প্রতিবাদ সমাবেশ করলেন শিল্পীরা। আলোচনা, গান ও কবিতার মাধ্যমে এই প্রতিবাদ জানান শিল্পী সমাজ।

গতকাল সন্ধ্যায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামের এই প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আলোচনায় অংশ নেন নাট্যজন মামুনুর রশিদ, নাসির উদ্দিন ইউসুফ, লেখক মফিদুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, মনিকা দেওয়ান, নবনীতা চৌধুরী, দিল আফরোজ রেবা, লাভলী দেব, পল্লবী সরকার, আবু বকর সিদ্দিকী, আয়নাল হক, আসিফ ইকবাল সৌরভ, খগেন্দ্রনাথ বৈরাগী, ফকির শাহাবুদ্দিন, দোয়েল রাজা, আসিফ ইকবাল সৌরভ, সরদার হিরক রাজা, রাফিয়া রুনা, লামিয়া ঐশ্বর্য, তামান্না নিগার তুলি প্রমুখ। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই প্রতিবাদী আসর। বিখ্যাত লালনগীতি থেকে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কী হয় বিধান/বামন চিনি পৈতে প্রমাণ/বামনি চিনি কী করে?’ দুটি চরণ ফেসবুকে পোস্ট করায় শরীয়তপুরের স্বর্ণকার সঞ্জয় রক্ষিতের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

সর্বশেষ খবর