শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন ৬১ নেতা

নিজস্ব প্রতিবেদক

ফের ৬১ নেতা বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়া ৬১ নেতাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে বিএনপি। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা না দিলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে। এর আগেও প্রথম দফা নির্বাচনে প্রথম দিন ৭৩ জন  এবং পরে আরও সাতজনকে একই অপরাধে বহিষ্কার করে দলটি। গতকাল বিকাল পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানো এ নোটিসের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছেন নোটিসপ্রাপ্ত এসব নেতা।

 এর আগে প্রথম দফার ভোটে যাওয়া ৮০ নেতাকে বহিষ্কার করে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বক্ষরিত এসব শোকজ চিঠিতে বলা হয়-১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর