শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

দুর্লভ ফুলের অপার সৌন্দর্য

নজরুল মৃধা, রংপুর

দুর্লভ ফুলের অপার সৌন্দর্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্রীষ্মকালীন ফুলের অপার সৌন্দর্য মেলে ধরেছে। প্রখর এই দাবদাহের মাঝেও ক্যাম্পাসের বৃক্ষ এবং ফুলের সৌন্দর্য স্বস্তির পরশ এনে দিয়েছে। ৩৬ হাজার গাছের এই ক্যাম্পাসে বেশ কয়েক প্রজাতির দুর্লভ ফুল শোভা পাচ্ছে। এর সৌন্দর্য উপভোগ এবং একটু শীতল পরশের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি নগরীর  অনেকেই হাজির হচ্ছেন বেরোবি ক্যাম্পাসে। গতকাল ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, দুর্লভ স্বর্ণচাঁপা, কনকচাঁপা, লাল সোনাইলু, নীলমণি, বান্দরহুলা, হরিনা, কুরশি, পানাম, জারুলগাছে ফুল ডানা মেলে রয়েছে। শিক্ষার্থীর পাশাপাশি অনেকেই এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে ক্যাম্পাসে জড়ো হয়েছেন। ফুলের সৌন্দর্য দেখতে এসেছিলেন নগরীর বিশিষ্ট লেখক ও শৌখিন আলোক চিত্রশিল্পী রানা মাসুদ। তিনি বলেন, ‘আমরা খুব ছোট ছোট কিছুতে অপার আনন্দে ভরে যাই। আনন্দ আমাকেও ছুঁয়ে গেল, কেননা রংপুরে পালাম বা পানাম ফুটেছে। এও এক বিস্ময়ের কারণ শহরে আর কোনো পালাম গাছ নেই। এই একটাই আছে দুর্লভ গাছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

কয়েকদিন ধরে কলির পরিবর্তন দেখছি, আর আজ একদম ফোটা ফুল পেলাম। শুধু পানামই নয় অন্যান্য দুর্লভ ফুল সত্যি আমাদের অহংকার করার মতো। এসব ফুল দেশের অন্য স্থানে খুব একটা দেখা যায় না। ক্যাম্পাসের এসব গাছ ও ফুলের কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদের প্রাপ্য।’ বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন ফুলের সৌরভে জাগরিত। কৃষ্ণচূড়াও ছড়াচ্ছে অপর সৌন্দর্য। প্রতিদিন এখানে ফুলের সৌন্দর্য দেখতে নগরীর বিভিন্ন এলাকা থেকে বৃক্ষ ও ফুলপ্রেমীরা আসছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৃক্ষের মিউজিয়ামের মূল কারিগর বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন বলেন, ‘ক্যাম্পাসে এখন দুর্লভ লাল সোনাইলনহ বিভিন্ন গ্রীষ্মকালীন দুর্লভ ফুল মেলে ধরেছে রূপসৌন্দর্য। ৩৬ হাজার গাছের মধ্যে কিছু গাছ এবং ফুল আসলেই দুর্লভ। ক্যাম্পাসে এসব ফুল ফোটায় নিজের পরিশ্রমকে এখন সার্থক মনে হচ্ছে।’ ক্যাম্পাসে দেখা গেছে- ঘোড়া চাবুক, তেলসুর, ঢাকিজাম, টেবেবুইয়া, হলদু, ছোটহলদু, ইটোরিয়া, ঝুমকাভাদি, কাঞ্চনভাদি, চুন্দুল, বান্দরহুলা, নহিচিচি, উদাল, হিজল, কর্পুর, জাবাটিকাবা, সুলতানচাঁপা, বিলম্বী, গুস্তাভা, রুদ্রপলাশ, হলুদ পলাশ, স্বর্ণচাঁপা, বক্সবাদাম, জাকারান্ডা, সুন্দরী, কানাইডিঙা, মণিমালা, বাজনা, নাগেশ্বর, কফি, হিমজুড়ি, রক্তন, কুরচি, জাতবাটনা, আগর, রিঠা, লোহা, পীতরাজ, বলচ, ব্রেডফ্রুট, গুটগুইট্টা, তমাল, কুম্ভি, ধারমারা, রসকাউ, পাদাউক, তেজমাটাম, কণকচূড়া, পুত্রঞ্জীব, রুদ্রাক্ষ, উড়আম, হৈমন্তী, সিভিট, বাবলা, লালসোনাইল, পালাম, মাইলাম, কুসুম, ছোটহরিণা, কুচিলা, ক্ষুদিজম, রেডবীচহিবিসকাস, অটোগ্রাফট্রি, কোরাল উড, ডাম্বিয়া, ওসেজঅরেঞ্জ, অ্যাসট্রি আমেরিকান, কুইনাল, খিলখেজুর, হাতিবেল, বাওবাব, রুদ্রাক্ষ, চায়নাডল প্রভৃতি দুর্লভ গাছ রয়েছে।

সর্বশেষ খবর