শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা
রুমার ব্যাংক ডাকাতি মামলা

রিমান্ড শেষে ১৬ নারী আসামি কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণ মামলায় রিমান্ডে থাকা ১৬ নারী আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের এজলাসে তোলা হয়। কোর্ট সাব ইন্সপেক্টর প্রিয়েল পালিত জানান, উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত ১৬ নারী আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ৮ এপ্রিল রুমা উপজেলার বেথেলপাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। ১৮ এপ্রিল পুলিশের আবেদনক্রমে বিজ্ঞ আদালত আসামিদের প্রত্যেককে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন। রায়হান কাজেমী জানান, পর্যায়ক্রমে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বুধবার এ ১৬ জনকে বান্দরবান কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামি শিউলি বম, মেলরী বম, লাল নু এং বম, আলমন বম, জিংরেম ঙাক বম, লাল নুন জির বম, টিনা বম, লাল নুন কিম বম, পারঠা জোয়াল বম, লাল তøানহ কিম বম, নেমপেল বম, লালসিংপার বম, ভানরিম কিল বম, লেরী বম, জিংরু এং বম এবং ঙানইন কিম বমকে শুক্রবার আদালতে তোলা হয়।

সর্বশেষ খবর