শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

বাবার শখ পূরণে হেলিকপ্টারে বিয়ে

গাইবান্ধা প্রতিনিধি

বাবার শখ পূরণে হেলিকপ্টারে বিয়ে

গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার শখ পূরণে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. হযরত আলী। গতকাল বিয়ে শেষে হেলিকপ্টারেই বউ নিয়ে বাড়ি ফেরেন তিনি।

হযরত আলী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক-জামালপুরের রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। পরিবারসূত্রে জানা যায়, পরিবারের একমাত্র ছেলে হযরত আলী। বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে কনে নিয়ে আসেন। কনে পাশের জামালপুর ইউনিয়নের মিরপুর-ইসবপুরের কৃষক এনামুল হকের মেয়ে রিপা মণি। হযরত আলী বেলা আড়াইটায় ভাতগ্রাম উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে স্থানীয় বাদশা মিয়ার ইটভাটার মাঠে নামেন। এ দুই স্থানের দূরত্ব ৭ কিলোমিটার। ভাতগ্রাম উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে তিনি কনের বাড়ি যান। তার আগেই বরপক্ষের লোকজন কনেবাড়ি উপস্থিত হন। মধ্যাহ্নভোজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে তিনি হেলিকপ্টারে ওঠেন। বিকাল সাড়ে ৪টার দিকে ভাতগ্রাম উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নববধূকে নিয়ে অবতরণ করেন। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি যান। বর-কনেসহ হেলিকপ্টারটি ওই মাঠে নামলে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় করে। হযরত আলী বলেন, বাবার শখ পূরণ করতে ও বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। হেলিকপ্টারে করে বউ আনতে পেরে পরিবারের সবাই খুশি। তার বাবা-মা, দাদিসহ সবার উদ্যোগে এ আয়োজন। হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি আসতে পেরে নতুন বউও খুশি।

সর্বশেষ খবর