সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

আমদানির খবরে কমছে পিঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দেশের বাজারে কমতে শুরু করেছে পিঁয়াজের দাম। রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার পর যেভাবে দাম বেড়েছে সে তুলনায় দাম কমেছে কম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ২৪ ঘণ্টার ব্যবধানে পিঁয়াজের দাম কমেছে অন্তত ৫ থেকে ১০ টাকা। রাজধানীর সবচেয়ে বড় আড়ত শ্যামবাজারে পিঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৫ টাকা। সেখানে প্রতি কেজির দাম ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে পাবনার পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। আর ফরিদপুরের হাইব্রিড জাতের পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়।

খুচরা ব্যবসায়ী শরিফ উদ্দীন বলেন, আজ পাল্লায় ২০ টাকা কমেছে। প্রতিদিন স্বাভাবিকভাবে ১০ থেকে ২০ টাকা ওঠানামা করে। মোকামে দাম আরও কিছুটা কমেছে। সেগুলো কাল-পরশু বাজারে এলে দাম আরও কিছুটা কমবে। ভারত থেকে দেশের বাজারে আসা পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নেমে আসবে ৫০ টাকার নিচে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পিঁয়াজ দেশের বাজারে আসতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগবে। এসব পিঁয়াজ বাজারে এলে দাম আরও পড়ে যাবে।

এখন বাড়তি দামের মজুত করা পেঁয়াজ পুরোটাই বিক্রি করতে হবে লোকসানে।

সর্বশেষ খবর