সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় আইওএম মহাপরিচালক

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান আইওএম-এর বাংলাদেশ প্রধান আবদুস সাত্তার ইসোভ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে অ্যামি পোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ সরকারের একাধিক মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করবেন। পরিদর্শনে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং সেখানে গিয়ে বৈঠক করবেন সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে। আগামী ৭ মে, মঙ্গলবার ঢাকায় আইওএম-এর বার্ষিক অভিবাসন বিষয়ক প্রতিবেদন প্রকাশ করবেন অ্যামি পোপ। এরপর ৯ মে, বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি। 

২০২৩ সালের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পাওয়া অ্যামি পোপের এটিই প্রথম বাংলাদেশ সফর। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অভিবাসী ও বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হিসেবে নিবিড়ভাবে কাজ করছে আইওএম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর