মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

গুজব ছড়িয়ে হত্যার আশঙ্কা

পুলিশ সদর দফতরের বিশেষ নির্দেশনা

সাখাওয়াত কাওসার

গুজব ছড়িয়ে সহিংসতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। আগামী বুধবার থেকে শুরু হওয়া দেশের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাচনেও ব্যবহার হতে পারে এ অপকৌশল। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে প্রয়োজনে সাম্প্রদায়িক ইস্যু ছড়িয়ে দেওয়ারও আশঙ্কা করছেন গোয়েন্দারা।

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় মুসলমান দুই সহোদরকে পিটিয়ে হত্যার পর থেকে এ আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। কেবল এ ঘটনা নিয়ে পুলিশ সদর দফতরে কয়েক দফা বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন ইউনিটে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বিশেষায়িত ইউনিটগুলোকে বলা হয়েছে, সার্বক্ষণিকভাবে সাইবার জগৎ মনিটরিং করতে।

গত ১৮ এপ্রিল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে মন্দিরে আগুনের ঘটনায় সন্দেহের জেরে দুই শ্রমিক আশরাফুল খান ও আসাদুল খানকে (আপন দুই ভাই) হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর থেকে ব্যাপক সমালোচনা চলছে। গতকাল সংশ্লিষ্ট উপজেলায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। নিহত দুই শ্রমিকের বাবা শাহজাহান খানের দাবি, পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়     তার দুই সন্তানকে। এ ছাড়া এ ঘটনা ছাড়াও সম্প্রতি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের সদস্য বরুণ কুমার ঘোষ (৪২) নামে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। বরুণ ঘোষ শহরের হামদহ এলাকার ঘোষপাড়ার নরেন চন্দ্র ঘোষের ছেলে। অল্প সময়ের ব্যবধানে দেশের দুই স্থানে দুটি ঘটনা সরকারের শীর্ষ মহলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করছেন পুলিশসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। করণীয় ঠিক করে মাঠপর্যায়ে তারা বিশেষ নির্দেশনা দিচ্ছেন। গত ২৯ এপ্রিল পুলিশ সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ওইদিন সকালে পুলিশ সদর দফতরে মাসিক (মার্চ/২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গুজব ছড়িয়ে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি গুজব প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনলাইনে অংশগ্রহণ করেন। ওই সভার পর গত ২ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে প্রচারণার অভিযোগে তমাল কুমার রায় নামে একজনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গ্রেফতার করে তাকে। গ্রেফতারকৃত তমাল কুমার রায়ের ফেসবুক আইডি চিহ্নিত করে তার দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার হয়েছে। সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এ তথ্য দেন। তিনি বলেন, ব্যক্তিগত রেষারেষির কারণে ভুক্তভোগী রাহুল চন্দ্র বর্মণকে ফাঁসানোর উদ্দেশ্যে অনুমতি ব্যতীত তার তথ্য ও ছবি সংগ্রহ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ভুয়া ফেসবুক আইডি খুলে তমাল বিতর্কিত পোস্ট করে। এ ঘটনায় গত ৩০ এপ্রিল ডিএমপির বাড্ডা থানায় মামলা হয়। গোয়েন্দা সূত্র বলছে, দেশের বিভিন্ন এলাকায় যেখানে সংখ্যালঘুদের বসবাস অন্য এলাকার তুলনায় বেশি সেখানে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। একটি মহল সাম্প্রদায়িক উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাতে পারে। এজন্য সন্দেহভাজন ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। তিন দফায় অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে ও সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার প্রচেষ্টা হতে পারে। অনেক প্রতিদ্বন্দ্বীও নিজের জয় নিশ্চিতের জন্য এ ধরনের জঘন্য-ঘৃণিত কৌশলের সহায়তা নিতে পারেন। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলতি বছরের জানুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৬৮৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৪২ জন। আহত হয়েছেন ২৩২৮ জন। বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, বিভিন্ন অবৈধ অস্ত্রের হুমকি ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এলাকাছাড়া হয়েছে কয়েক শ মানুষ। সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) আনোয়ার হোসেন বলেন, নির্বাচন ঘিরে সহিংসতা, হামলা, ভাঙচুর নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। গতকাল চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় সেজন্য আমরা বিভিন্ন ধর্মের নেতা এবং স্কলারদের ডেকে কথা বলেছি।

তারা আমাদের আশ্বস্ত করেছেন ফরিদপুরের মতো ঘৃণ্য কোনো কাজ চুয়াডাঙ্গায় হতে দেওয়া হবে না। পুলিশ সদর দফতর থেকেও প্রতিনিয়ত এসব বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। একই সঙ্গে আমাদের বিশেষ নজরদারি তো থাকছেই।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২৪ ঘণ্টা সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করা হচ্ছে। কেউ যাতে গুজব ছড়িয়ে কোনো ধরনের ঘটনার জন্ম না দিতে পারে সেজন্য সদা সতর্ক র‌্যাব। প্রতিটি ব্যাটালিয়নকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্পর্শকাতর এ বিষয়টির জন্য আন্তঃবাহিনীর সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে সব সময়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে আমরা খুবই সতর্ক। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কোনোভাবেই এই ঐতিহ্য নষ্ট হতে দেওয়া যাবে না।

সর্বশেষ খবর