মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা
হাই কোর্টের রুল

১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদ কেন নয়

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাত উপজেলার ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ১৭৯টি ইটভাটা উচ্ছেদ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে জনস্বার্থে করা এক রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি এ কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে কৃষি সচিব, স্থানীয় সরকার, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। এর আগে গত সপ্তাহে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও গাইবান্ধার বাসিন্দা মো. আবদুর রাজ্জাক। পরে এই আইনজীবী জানান, কৃষি ও পরিবেশ রক্ষার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে পরিবেশ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ে গাইবান্ধা জেলার অবৈধ ইটভাটার তথ্য ও তালিকা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা তালিকা সরবরাহ করে। ওই তালিকায় দেখা যায়, গাইবান্ধা জেলার আওতাধীন অবৈধ ইটভাটা রয়েছে ১৭৯টি। এরপর গত ২ এপ্রিল গাইবান্ধার জেলা প্রশাসক বরাবর এসব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আবেদন করি। তবে সে আবেদন অনুসারে জেলা প্রশাসক গাইবান্ধাসহ অন্যান্য অফিস অবৈধ ইটভাটা উচ্ছেদে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরে ২৩ এপ্রিল এ বিষয়ে একটি আইনি নোটিস পাঠান রিটকারী। এতে সাড়া না পেয়ে গত সপ্তাহে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

সর্বশেষ খবর