মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

অটোরিকশা থেকে লাফিয়ে রক্ষা শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে অপহরণের ১৩ ঘণ্টা পর নিজ বুদ্ধিতে মুক্ত হয়েছে স্কুলছাত্র সাজিদুল ইসলাম। বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে এক নারী। রাতে সিএনজি অটোরিকশা করে অন্যত্র নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে মুক্ত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টায় রাউজান উপজেলার মুন্সিরঘাটা এলাকা থেকে পরিবার এসে তাকে নিয়ে যায়। সাজিদুল ইসলাম উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মোহাম্মদ ওসমানের ছেলে ও চুয়েট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় এক নারী তাকে একটি কাগজ দিয়ে সেখানে লেখা ঠিকানাটি কোথায় জানতে চায়। কাগজে লেখা অক্ষরগুলো ছিল খুবই ছোট। সাজিদুল সেই লেখা দেখতে কাগজটি চোখের কাছাকাছি নিয়ে এলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। সাজিদুল জানিয়েছে, জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বেড়ার ঘরে দেখতে পায়। সেখানে তিন যুবক তাকে মায়ের মোবাইল নম্বর দিতে বলে। মোবাইল নম্বর জানে না বললে যুবকরা তাকে মারধর করে। এর মধ্যে তাকে খোঁজাখুঁজি শুরু হলে অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মুন্সির ঘাটা এলাকায় পৌঁছলে অটোরিকশা থেকে কৌশলে লাফ দেয় সাজিদুল। এরপর একটি দোকানে গিয়ে তার মায়ের মোবাইলে ফোন করে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রাত ২টার দিকে বাড়ি নিয়ে আসে। জানা যায়, রবিবার প্রতিদিনের মতো স্কুল ছুটির পর দুপুরে বাড়ি ফিরছিল সাজিদুল ইসলাম। পথে এক নারী তাকে কৌশলে অজ্ঞান করে তুলে দেয় অপহরণকারী চক্রের হাতে। বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয় তাকে। বিষয়টি জানানো হয় রাউজান থানা পুলিশকে। রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, নিখোঁজ হওয়ার পর ওই শিক্ষার্থীর পরিবার থানায় এসে জিডি করেছিল। পরে সে জিডি আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর