বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

কিশোর গ্যাং ভেঙে দিল শিক্ষকের হাত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রেণি কক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষক মো. হাসানকে (৩৪) পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিক্ষকের শ্বশুর গতকাল অভিযুক্ত রাজু ও নোমানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন।

গত রবিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। হামলাকারী মো. রাজু (২৪) ও আবু নোমান (২৫) মুছাপুর ইউনিয়নের মাদরাসা এলাকার বাসিন্দা। মাদরাসার আরবি প্রভাষক মো. শহীদ উল্যাহ বলেন, ঘটনার দিন বেলা পৌনে ১১টার দিকে বহিরাগত রাজু মাদরাসার ক্যাম্পাসে এসে মাদরাসার ছাত্র নোমানের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির কক্ষে ঢুকে এক ছাত্রীকে ইভ টিজিং করে। ওই সময় ছাত্রী ভয়ে বেঞ্চের নিচে লুকিয়ে যায়। এরপর ছাত্রীর অন্য সহপাঠীরা বাধা দিলেও রাজু তাকে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে শিক্ষক মো. সোহেল এগিয়ে এলে ইভ টিজার রাজু ও তার সাঙ্গপাঙ্গরা মাদরাসার ভিতরেই তাকে মারধর করে। তাৎক্ষণিক একই মাদরাসার শিক্ষক হাসান এগিয়ে এসে প্রতিবাদ করলে তার সঙ্গেও ইভ টিজারদের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে বিকাল ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাজু ও নোমানের নেতৃত্বে সাত-আটজন কিশোর গ্যাং সদস্য হাসানের গতিরোধ করে ও তার ওপর হামলা চালায়। এতে তার দুই হাত ভেঙে যায়। হামলার শিকার শিক্ষকের শাশুড়ি বিবি খাদিজা ও শ্বশুর মো. সাহাব উদ্দিন বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা এ হামলা চালায়।

সন্ত্রাসী হামলা দোকান দখল : বেগমগঞ্জে শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকায় দোকানে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও দোকান দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শেখ আহাম্মদ পুলিশ সুপারের নিকট বিচারের দাবি করে কিশোর গ্যাং সদস্য শরাফাত হোসেন অনিক ও আরাফাত হোসেন তারেকসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানতে চাইলে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, অভিযোগটি হাতে পেলে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে। তবে শুনেছি থানায়ও নাকি অভিযোগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর