শিরোনাম
বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ফলে কেমিক্যাল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে অপরিপক্ব কাঁচকলা পাকানোর অপরাধে রাজধানীর এক ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর একতা ফল মার্কেটে অভিযান চালিয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আবদুস সালাম। অভিযানে দেখা যায়, মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে অনুমোদনহীন রাইপেন, ইথিলিন ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে স্প্রে করে অপরিপক্ব কাঁচকলা পাকানো হচ্ছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। পরে দক্ষিণ যাত্রাবাড়ী একতা মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে এ নিয়ে সচেতনতামূলক ও সতর্কতামূলক সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সর্বশেষ খবর