বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান

দরপত্র কিনল সাত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অংশ নিতে এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনেছে। বাংলাদেশের সমুদ্রে কাজ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, করছে। গত মার্চে পেট্রোবাংলা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিডিং রাউন্ড সংক্রান্ত এক সেমিনার শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নসরুল হামিদ আরও বলেন, গ্যাসের বিশাল বাজার রয়েছে আমাদের দেশে। আমাদের মডেল পিএসসি (উৎপাদন বণ্টন চুক্তি) বিশ্বের সর্বাধুনিক। এখানে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা হয়েছে। দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখা হয়েছে। ফলে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী। তিনি আরও জানান, আজকের সেমিনারেও ১৫টির বেশি আন্তর্জাতিক কোম্পানি অংশ নিয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিড ডকুমেন্ট (দরপত্র) বিক্রি ও জমার কাজ শেষ করব, এরপর মূল্যায়ন শেষে আগামী বছর চুক্তি করতে চাই। সবকিছু ঠিক থাকলে সাত থেকে আট বছরের মধ্যে গ্যাস পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে। এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। শেভরন দেশে নতুন করে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটাই প্রমাণ করে আমাদের দেশ বিনিয়োগের জন্য কতটা সম্ভাবনাময়।

সর্বশেষ খবর