শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

সার্বক্ষণিক নজরদারি করতে হবে

--- ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক

সার্বক্ষণিক নজরদারি করতে হবে

নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু নীতিমালা প্রণয়ন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এটা দুয়েক দিনের নজরদারি কিংবা মোবাইল কোর্ট বসিয়ে সম্ভব হবে না। এর জন্য যানবাহনের গতিসীমা সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে হবে। যারা গতিসীমা মানবে না তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা সরকারকে ধন্যবাদ দিতে চাই। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের পর সরকার গতিসীমা নির্ধারণ করেছে। বাস্তবায়নের গাইডলাইনও তৈরি করেছে। সরকার যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে মানুষ এর সুফল পাবে। সড়কে দুর্ঘটনা কমে আসবে। বিশেষ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য যে দুর্ঘটনা ঘটে সেগুলো বন্ধ হবে। তিনি আরও বলেন, শহরের মধ্যে লেনের ব্যবস্থা না করে গাড়িভেদে গতিসীমা ভিন্ন করা হয়েছে। সরকার চাইলেই বেশ কিছু সড়কে লেন ব্যবস্থা করতে পারে। বিশেষ করে এয়ারপোর্ট, ফার্মগেট, মিরপুরের সড়কগুলোতে লেনের ব্যবস্থা করা যায়। গাইডলাইনের মধ্যে লেনের কথা উল্লেখ করা আছে। এখন সবকিছু নির্ভর করছে বাস্তবায়নের ওপর। নীতিমালা বাস্তবায়ন হলে সড়কে শৃঙ্খলা ফিরবে।

সর্বশেষ খবর