শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলায় গ্যাঁড়াকল

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় গ্যাঁড়াকল

হাস্যরসাত্মক গল্প নিয়ে নাটকের দল গ্রন্থিক মঞ্চায়ন করল দর্শকনন্দিত নাটক গ্যাঁড়াকল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় নাটকটি। এটি দলের অষ্টম প্রযোজনার ষষ্ঠ মঞ্চায়ন। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মতিউর রহমান রানা।

প্রান্তিক জনগোষ্ঠীর চলমান জীবন, জীবনবোধ, প্রেম-বিরহ, আনন্দ-বেদনার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে গ্যাঁড়াকল নাটকটিতে। প্রকৃতির এ সহজ-সরল মানুষগুলো তাদের কর্মে সৎ ও অবিচল। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও তারা অসৎ রাজনৈতিক নেতা দ্বারা প্রভাবিত হয়। সামান্য ঘটনা থেকেই বিবাদে জড়িয়ে পড়ে গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষ। ঘটনা সাধারণ কিন্তু এক সময় তা হয়ে ওঠে অসাধারণ।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দেওয়ান হুমায়ুন কবির  রিপন, মাসুদুর রহমান, তানিশা ইসলাম সানা, আজমেরী আজমি জ্যোতি, নাসরিন, এজাজ হাসান, আরিয়ান আবীর, টুটুল আহমেদ রুদ্র, ফেরদৌস, মাসুম, আলামিন, মানিক শাহ্, মজিবর রহমান, রাকিব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর