শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

নিজের বিয়ে বন্ধে থানায় কিশোরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজের বিয়ে বন্ধে থানায় কিশোরী

চট্টগ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় গিয়ে অভিযোগ করেছে এক শিক্ষার্থী। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কিশোরীর কথা শুনে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ওসি রাশেদুল ইসলাম। বুধবার রাতে মামাকে সঙ্গে নিয়ে লোহাগাড়া থানায় হাজির হয় ওই কিশোরী।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, গতকাল বিকালে আধুনগর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীর  বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মামাকে নিয়ে ওই কিশোরী আমার কাছে এসে বিয়ে বন্ধের আকুতি জানান। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা ও মায়ের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা করি। এরপর বাবার জিম্মায় মেয়েটিকে মামার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। জানা যায়, ওই কিশোরীর বাবা প্রবাসী। তার মা এ বিয়ে ঠিক করেছে। বিয়ের খবর শুনে মামার বাড়ি চলে যায় কিশোরী। পরে সেখান থেকে মামাকে সঙ্গে নিয়ে থানার ওসির কাছে বিয়ে বন্ধের আকুতি জানান।

সর্বশেষ খবর