শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর ইপিজেড এলাকায় ১ হাজার টাকা পাওনা নিয়ে দুই সহকর্মীর মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে একজন খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে ইপিজেড থানার আকমল আলী পকেটগেট এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসেইন বলেন, ইপিজেডের ভিতরে কন্ডা ম্যাটেরিয়ালস নামে একটি পোশাক কারখানার শ্রমিক সাদিক ও রমজান। ১ হাজার টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে কারখানা ছুটির পর দুজন বাইরে লোকজন নিয়ে মারামারি করার সময় নিরীহ আরেক কারখানার পোশাক শ্রমিক মেহেদী হাসান ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর